মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫,

কর্মক্ষেত্রে সফল হ‌ওয়ার উপায়

কর্মক্ষেত্রে সফল হ‌ওয়ার উপায়

মুহাম্মদ শফিকুর রহমান নিজের কর্মক্ষেত্র নিয়ে সব সময় হা হুতাশ করেন । দিন রাত যেখানে কাজ করছেন সে কোম্পানিকে নিয়ে গালমন্দ করেন । এমন মানুষের সংখ্যা অনেক । অবশ্য কেন তিনি সফল হচ্ছেন না । বছরের পর বছর এক জায়গার পড়ে আছেন । সেটা নিয়ে মোটেও ভাবেন না । নিজের দুর্বল দিক সবল করতে তৎপর নয় । বরং কোম্পানির দুর্বলতা নিয়ে আলোচনায় মুখর থাকেন । সফলতা অর্জনের শর্টকাট পথ নেই । তবে কিছু নিয়ম তো আছেই , যা মানলে ক্যারিয়ারে উন্নতি সম্ভব ।

এক . যতটুকু কাজ যখন ই করা হোক । সেটা গুছিয়ে করতে হবে । অগোছালো কাজ ক্যারিয়ারের ক্ষতি করে । গোছানো মানুষেরা সহজে সফল হন । কাজই নয় , কর্মক্ষেত্রে কথাও গুছিয়ে বলতে হবে । দুই . কমিউনিকেশন , মাইক্রোসফট এক্সেল , পাওয়ার পয়েন্ট , ইংরেজি ইত্যাদি বিষয়ে দুর্বলতা থাকতেই পারে । তাই দুর্বল জায়গাটা কোথায় , সেটা চিহ্নিত করতে হবে । অতঃপর নিতে হবে সময়োপযোগী পদক্ষেপ । লিডারশীপে ঘাটতি আছে । দু একটা

 

প্রশিক্ষণ নিলেই হয় । নিজের খরচে নিলে অসুবিধার চেয়ে পরবর্তীতে সুবিধাই বেশি ।

 

তিন . উপস্থাপনে দক্ষতা থাকা জরুরি । যুক্তি , তথ্য উপাত্ত দিয়েই রিপোর্ট তৈরি করতে হবে । বসরা বটম লাইন দেখেন । তাই বটম লাইন আকর্ষণীয় করার বিকল্প নেই ।

 

চার . ভারতের প্রখ্যাত লেখক শংকর বলেন , বস হলো আগুন । এর খুব কাছে যেতে নেই । আবার খুব দুরেও থাকতে নেই । মোদ্দাকথা বস আপনার কাছে কি চায় , কেমনভাবে চায় । অবশ্যই সেটা বুঝতে হবে । বস ইজ অলওয়েস রাইট কথাটা মাথায় রাখতে হবে । পাচ . অফিসে পরচর্চা , গুজব ছড়ানো পরিহার করুন । সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক থাকা জরুরি । কারও কাজ ভালো লাগল না । বুঝিয়ে বলতে হবে । ঝগড়া , দলাদলি , আঞ্চলিকতা থেকে দুরে থাকতে হবে ।

 

ছয় . সময় মত অফিসে আসা এবং যাওয়া । অফিশিয়াল পোশাক পরিধান করা । সময়ানুবর্তিতা একটি বড় গুন । আপনার এটেনডেন্স বছর শেষে দেখা হয় । যা পদোন্নতিতে প্রভাব ফেলে ।

 

সাত . কাজকে ভালোবাসা । কাজের মধ্যে আনন্দের সন্ধান করতে হবে । একঘেয়েমি যেন না আসে । তাই কাজে বৈচিত্র্য আনার চেষ্টা নিজেকেই করতে হবে । সে জন্য অভিজ্ঞদের সহায়তা নেওয়া খারাপ নয় ।

 

আট . বস বা অন্য কেউ কাজ করতে দিল । যখন কাজ শুরু করবেন । তার আগে কাজটা কীভাবে করবেন । কোনভাবে করলে সহজ হবে । ডেটা সোর্সকে বা কারা । ‘ র ’ ডেটায় সমস্যা আছে কিনা । এসব নিয়ে অন্তত পাচ মিনিট চিন্তা করুন । অবশ্যই কাজটা যিনি দেবেন , তার থেকে বুঝে নেবেন ষোলআনা । কীভাবে তিনি চাচ্ছেন । সংশোধন হতে পারে । তবে কম হলেই ভালো ।

 

নয় . মাঝে মাঝে ছুটি নিয়ে দুরে কোথাও ঘুরে আসতে হবে । একটানা বসে কাজ শরীরের ক্ষতি করে । তাই কিছুক্ষন পর পর একটু হেটে আসা ভাল । চোখে মুখে পানি দিলে ভালো হয় । দুরে বিশ সেকেন্ড তাকিয়ে থাকুন । চোখ বন্ধ করে থাকুন কিছু সময়।