মঙ্গলবার, ২৬ আগষ্ট ২০২৫,

জেনারেশন বিটা

এক নতুন প্রজন্ম "জেনারেশন বিটা "

২০২৫ এর ১ জানুয়ারি থেকে জন্মগ্রহণ করা শিশুদের বলা হচ্ছে, 'জেনারেশন বিটা'। যারা এখন পর্যন্ত কয়েক হাজার বছরের তুলনায় সবচেয়ে বেশি উন্নত জীবনযাপন, বিলাসবহুল প্রযুক্তির ছোঁয়ায় লালিত পালিত হবে। তার সঙ্গে তারা বিশ্বের কিছু ভয়ংকর পরিস্থিতির সম্মুখীনও হতে চলছে, এমনটাই মনে করছেন গবেষক মার্ক ম্যাকক্রিন্ডেল।

তার মধ্যে কয়েকটি নিম্নে দেয়া হলো

১) তারা এমন এক জলবায়ুর পরিবর্তন দেখতে চলেছে যেখানে রোদ, বৃষ্টি, ঝড়, সুনামি, সাইক্লোন, ভূমিকম্প, ও জলোচ্ছ্বাসের উঠবে ভিন্ন বহুরূপ।

২) তারা দেখতে চলেছে বিশ্বের বহু দেশের যুদ্ধ সঙ্গে নির্মমতা, অত্যাচার, জুলুম ও বিশ্ব নেতাদের ধ্বংসাত্মক রাজনীতি।

৩) তারা দেখতে চলেছে এখন পর্যন্ত সকল জেনারেশন কে পেরিয়ে সবচেয়ে বেশি, পারিবারিক কলহল, ধর্ষণ, পরকীয়া, ডিভোর্স ও হত্যা।

৪) তারা সুযোগ পাচ্ছে সবচেয়ে বেশি গোপন পাপ করার। সেটা নেশা দ্রব্য থেকে শুরু করে নারীত্বের যৌন স্বাদ পাওয়া পর্যন্ত, এবং যেটার কথা কেউ শুনেনি এবং দেখেনি সেটাও।

৫) তারা দেখতে চলেছে একাকিত্বের ভাইরাস, সাইকোপ্যাথিক নতুন হিস্ট্রি ড্রামা ও অ্যাকশন। সঙ্গে ভাইরাস, রোগ ও অপরাধের নতুন টেকনিক। তাছাড়াও সম্পর্কের বদলে স্বার্থের যুদ্ধ।