সোমবার, ০৭ জুলাই ২০২৫,

টেক‌ ‘আই/ও ২০২৫’ ইভেন্টে

টেক‌ ‘আই/ও ২০২৫’ ইভেন্টে যা যা আনার ঘোষণা দিল গুগল

ডেভেলপারদের জন্য গুগলের বিশেষ সম্মেলন ‘আই/ও’র ২০২৫ সালের সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে চালিত নতুন প্রযুক্তি ও টুল তৈরিতে তাদের প্রতিশ্রুতি আরও জোরালোভাবে প্রকাশ করেছে মার্কিন সার্চ জায়ান্টটি। গুগল বলেছে, নিজেদের সব বড় প্ল্যাটফর্ম বিশেষ করে সার্চ ইঞ্জিন আর ক্রোম ব্রাউজারে নতুন ফিচার আনছে তারা। পাশাপাশি তাদের নতুন মিক্সড রিয়ালিটি হেডসেট এ বছরের শেষের দিকে বাজারে আসবে।

দেখে নিন গুগলের গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো–


সার্চে এআই মোড

এ উদ্যোগকে ইন্টারনেট সার্চের “নতুনভাবে কল্পনা করা” বলে বর্ণনা করেছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দার পিচাই। কোম্পানিটি নিশ্চিত করেছে, তারা এমন এক সার্চ ইঞ্জিন চালু করতে যাচ্ছে, যা পুরোপুরি তাদের জেমিনাই এআই দিয়ে চলবে। ধীরে ধীরে সকল ব্যবহারকারীর জন্য এটি খুলে দেবে গুগল।

গুগল বলেছে, সার্চের মধ্যে ‘এআই মোড’ নামের এক আলাদা ট্যাব থাকবে। এ মোড চালু থাকলে আগের চেয়ে বেশি বড় ও জটিল প্রশ্ন করতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি, আগের প্রশ্নের ওপর ভিত্তি করে ফলো-আপ বা পরের প্রশ্নও করা যাবে। ফলে, যেসব তথ্য পেতে আগে একাধিকবার আলাদাভাবে সার্চ করতে হত, এখন তা একটানা করা ও সহজভাবে পাওয়াও যাবে। মঙ্গলবার থেকে এ ফিচারটি প্রথমে যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে অন্যান্য দেশেও এটি চালু করবে গুগল।

গুগল মিট-এর লাইভ অনুবাদ

জেনেরেটিভ এআই কীভাবে মানুষের জীবন সহজ করতে ব্যবহার করা যেতে পারে তার এক রোমাঞ্চকর ও বাস্তব বিষয় হচ্ছে গুগলের ভিডিও কলিং অ্যাপ ‘গুগল মিট’-এ কোম্পানিটির নতুন লাইভ ট্রান্সলেশন টুল দেখানোর বিষয়টি। শুরুতে ইংরেজি ও স্প্যানিশ ভাষা অনুবাদের জন্য এ নতুন এআইচালিত আপডেটটি চালু হচ্ছে। এ ফিচারের মাধ্যমে দুইজন ব্যবহারকারী তাদের নিজস্ব ভাষায় কথা বলতে পারবেন এবং তা দ্রুত অনুবাদ হয়ে অন্য ব্যক্তির জন্য ডাব করা হবে, যাতে দুজন সহজেই একে অপরের ভাষা বুঝতে পারেন।

প্রজেক্ট মেরিনার

নিজেদের এআই এজেন্ট তৈরির পরিকল্পনার নাম ‘মেরিনার’ রেখেছে গুগল। এ বছর চালু হবে প্রকল্পটি এবং টুল হিসেবে কাজ করবে এটি, যা ব্যবহারকারীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটে কাজ করতে পারবে। ব্যবহারকারীরা এ এজেন্টটিকে ওয়েবনির্ভর কাজ দিতে পারবেন। যেমন– কোন শহরে যেতে চান সেখানকার হোটেল খোঁজা বা বাইক সারানোর জন্য কোনো নির্দিষ্ট পণ্য খোঁজার কাজটি এজেন্টটিকে দিতে পারেন। এরপর এআই টুলটি নিজেই সেই কাজটি সম্পন্ন করবে বলে দাবি কোম্পানিটির। গুগল বলেছে, এ প্রযুক্তিটি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও তাদের পরিকল্পনা রয়েছে একে নিজেদের ক্রোম ব্রাউজার, সার্চ ইঞ্জিন ও জেমিনাই অ্যাপে আনার। 

জেনারেটিভ মিডিয়া টুলস

এআইনির্ভর মিডিয়ার প্রভাব ও সৃজনশীল বিভিন্ন শিল্পে এআইয়ের সম্ভাব্য ক্ষতি নিয়ে তীব্র বিতর্কের মধ্যে এ শিল্পের নেতৃত্বে থাকার জন্য গুগল নিজেদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। ‘আই/ও’ সম্মেলনে নতুন টুলের সংগ্রহ উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। যার মধ্যে রয়েছে তাদের নতুন ভিডিও জেনারেশন টুল ‘ভিও ৩’ ও ‘ইমাজেন ৪’, যা এআইনির্ভর ছবি তৈরিতে সাহায্য করবে ব্যবহারকারীদের। এসব টুলের মধ্যে অডিও জেনারেশন সক্ষমতা যোগ করবে গুগল। পাশাপাশি ‘লিরিয়া ২’ নামের গান তৈরির নতুন একটি টুল ও এআইচালিত সিনেমা নির্মাণের জন্য ‘ফ্লো’ টুল আনারও ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

অ্যান্ড্রয়েড এক্সআর

গুগলের জেমিনাই এআই’সহ নতুন হেডসেট ও চশমা তৈরির পরিকল্পনা নতুন কিছু নয়। কারণ এগুলো গত বছরই আনার ঘোষণা দিয়েছিল কোম্পানিটি। তবে নিজেদের প্রথম হেডসেট ‘প্রজেক্ট মোহান’ উন্মোচন করেছে গুগল, যা স্যামসাংয়ের সঙ্গে মিলে তৈরি হচ্ছে ও এ বছরের শেষ দিকে বাজারে আসবে। এ ছাড়া, প্রথমবারের মতো নিজেদের ‘অ্যান্ড্রয়েড এক্সআর’ দিয়ে তৈরি চশমার ঝলক দেখিয়েছে গুগল, যা জেমিনাইয়ের মাধ্যমে চলবে। এ চশমাটি ব্যবহারকারীর আশপাশের দৃশ্য ও শব্দের ওপর ভিত্তি করে প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিতে পারবে।

গুগল এআই আল্ট্রা সাবস্ক্রিপশন

ওপেনএআইয়ের পথ অনুসরণ করে গুগলও ঘোষণা করেছে নতুন এক হাইপার-প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান, যা মূলত প্রযুক্তিপ্রেমী ও আগ্রহী ব্যবহারকারীদের জন্য। এ প্ল্যানের মাধ্যমে গুগলের সব নতুন এআই সুবিধা সবার আগে ব্যবহারের সুযোগ মিলবে। ‘গুগল এআই আল্ট্রা’ নামে পরিচিত নতুন এই সাবস্ক্রিপশনটির মূল্য হবে প্রতি মাসে আড়াইশ মার্কিন ডলার। এই প্ল্যানে গ্রাহকরা গুগলের সব এআই টুল ও সবচেয়ে শক্তিশালী বিভিন্ন মডেল সবার আগে ব্যবহারের সুযোগ পাবেন।