সোমবার, ০৭ জুলাই ২০২৫,

প্রতীকী চিত্র

প্রযুক্তি নির্ভর এজেন্ট হাসপাতাল

Truth Of Bengal: আধুনিক প্রযুক্তি নির্ভর চিকিৎসা ব্যবস্থায় বিপ্লব আনল চিন। পড়শি দেশ চিন বিশ্বের প্রথম বার পুরোপুরি এআই প্রযুক্তি নির্ভর হাসপাতাল (এজেন্ট হাসপাতাল) তৈরি করেছে। এই ভার্চুয়াল হাসপাতালের সব পরিষেবাই দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। কোনো মানুষ চিকিৎসক নেই চিকিৎসা করবে এআই চিকিৎসক, রোবোটিক সার্জেন। চিনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় (Tsinghua Hospital) এর গবেষকরা এমনই অভিনব হাসপাতাল তৈরি করেছেন।

কী এই এজেন্ট হাসপাতাল?

 প্রযুক্তি নির্ভর এজেন্ট হাসপাতাল একেবারে পুরোপুরি ভার্চুয়াল ফেসিলিটি। এই ভার্চুয়াল হাসপাতালে কোনো মানুষ চিকিৎসক যেমন নেই তেমনই নেই কোনো মানুষ স্বাস্থ্যকর্মী, কোনো হাসপাতালের কর্মচারী। এমনকি নেই কোনো হাসপাতালের ওয়ার্ডও। এজেন্ট হাসপাতালে থাকবে ১৪ জন এআই চিকিৎসক ও ৪ জন এআই নার্স। এরা প্রতিদিন ৩ হাজার রোগী দেখতে সক্ষম।

সিমিউলেটেড পরিবেশে এআই এজেন্টরা ভার্চুয়ালি রোগীর অসুখ চিহ্নিত করে ট্রিটমেন্ট শুরু করবে। অত্যাধুনিক ল্যাঙ্গুয়েজ মডেল ও মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করবে এআই চিকিৎসক ও এআই নার্স। এআই চিকিৎসকরা শুধু সাধারণ চ্যাটবট নয়। নিয়ন্ত্রিত সিমিউলেশনে এআই আমেরিকার মেডিক্যাল লাইসেন্সিং এগজ্যামে ৯৩.০৬% স্কোর পেয়েছে। এলএলএম মেডিক্যাল লিটারেচার, ডায়াগনস্টিক প্রোটোকল, পেশেন্ট ইন্টার্যাকশন সম্পর্কে বিশদে জানে। রোগীর বয়স দেখে এআই আবেগ দেখাতে পারে। মানসিক সমস্যা হলে কাউন্সেলিং করতে পারে।