
তিমির হৃদপিন্ড
নীল তিমির হৃদপিন্ড
নীল তিমি সর্বোচ্চ বড় প্রাণী। আদর্শ হৃদয়পিন্ড (হৃদপিণ্ড) অনেক বড়। একটা নীল তিমির হৃদপিন্ড প্রায় ৪ ফুট চওড়া আর ৫ ফুট লম্বা হয়—মানুষটা যতটা লম্বা হয়, তার মতোই। এটার প্রায় ৪৫০ কেজি যা একটা ছোট গাড়ির নেতৃত্বের মতো।
এই বড় হৃদপিন্ড একবার স্পেন্দিত হলে প্রায় ২৩০ লিটার রক্ত পাম্প করতে পারে। তিমির শরীর এত বড় হয় যে, তার ধমনীর (রক্তবাহী নালী) কোন একজন মানুষ সাঁতার বন্দোবস্ত করতে পারে! 🐋